জাতীয়

গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইশরাক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখন আদালত ফয়সালা করবে।

দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রী।

বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অপপ্রচার থেকে সাবধান থাকতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button