জাতীয়

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

গতকাল সোমবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

আজ মঙ্গলবার সকালে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চিঠি দেয়। নিষেধাজ্ঞার প্রায় ৬ মাস পর তা প্রত্যাহার করে নেওয়া হলো।

সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বিটিআরসি গত ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button