জাতীয়

গ্যাস সংকটের মধ্যেই আছে: শিল্প উপদেষ্টা

দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে তিনি বলেছেন, এই সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। আগামীতে সার উৎপাদন বাড়বে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে শিল্প উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।

লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়েছে। এগুলো নিরসনের চেষ্টা চলছে। দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। এই গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।

এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button