
গোয়াইন ঘাট উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে’র মত বিনিময়
বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটে নবান্ন সিলেটের গোয়াইন ঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে’র এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান ফারুক আহমেদ।
ফারুক আহমদ বলেন, ”গ্রাম হবে শহর” জননেত্রী শেখ হাসিনা’র অঙ্গিকার। সেই লক্ষে আমি কাজ করে যাচ্ছি। আমার উপজেলায় আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি স্বাস্থ্য সেবা। সবাই কে সচেতন করার জন্য কাজ করছি। রাস্তা ঘাট নির্মানে কাজ করছি। এবার বন্যা হবার কারণে অনেক রাস্তা, সেতুর ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত নির্মাণ করার উদ্যোগ নিচ্ছি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং প্রচার ও প্রকাশক সম্পাদক দুলাল মিয়া এনাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কানাইর ঘাট উপজেলার চেয়ারম্যান মোমিন চৌধুরী, বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড: মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মিসবা আহমেদ, সদস্য সামছুল আবেদীন, দুভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি সাইকুল ইসলাম, গৌছ খান, মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি রওশনারা বেগম, নিউইয়র্ক আওয়ামী ফোরাম এর সভাপতি হারুন রশিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, হারুন-উর রশীদ, শ্যামল কান্তি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ওয়াব জোয়ার্দার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন রাকিব, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল,নুরুল ইসলাম, মো সেবুল মিয়া, রিন্টু লাল দাস, শাহ সেলিম, মিজান চৌধুরী, লিটন আহমদ যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া।
এছাড়া ও আরও উপস্থিত ছিলেন ফারুক লস্কর, শিপলু, মাহফুজ হায়দার, আবুল ফজল লিটন, এলিন রহমান, এনায়েত হুসেন, গোলাম কিবরিয়া, গনেশ কীর্তনিয়া।


