জাতীয়

গৃহকর্মী নির্যাতন বিরোধী আইন প্রণয়ন অত্যন্ত জরুরি: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

গৃহকর্মী নির্যাতন রোধে আইন প্রণয়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ১৩ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আহত কিশোরী কল্পনার সার্বিক অবস্থা জানতে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এই নির্মম আচরণ মানবাধিকারের লঙ্ঘন। আজকাল গৃহকর্মীদের উপর প্রায়ই নির্যাতন ও অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া বা এ ব্যাপারে শিথিলতা দেখানোর সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কমিশন ইতোমধ্যেই গৃহকর্মী নির্যাতন বিরোধী আইনের একটি খসড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আশা করা যায়, দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আইন জারি করা হবে।’

প্রতিটি ঘটনায় আইনি সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে মন্তব্য করে তিনি বলেন,‘দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং কমিশন এ ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

এসময় প্রতিনিধিদল আহত কল্পনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ সেলিম রেজা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোঃ আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক ও অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ।

Related Articles

Leave a Reply

Back to top button