জাতীয়

গুলিতে নিহত প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শাহজানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ অনুদানের চেক তুলে দেন। প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন চেক গ্রহন করেন। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়।এসময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক হাজার ১০০ কোটি ২১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এরমধ্যে ২০১৯ সালে দেওয়া হয়েছে ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি, এবং ২০২২ সালের এপর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button