গুলিতে তিন জনের মৃত্যু খাগড়াছড়িতে
খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। গুলিতে তিন জনের মৃত্যুর খবরটি গনমাধ্যমকে প্রথমে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ পরিদর্শক( ডিআইজি) আহসান হাবীব পলাশ।
সন্ধ্যায় মুঠোফোনে তিনি গনমাধ্যমকে বলেন , গুইমারায় গুলিতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের লাশ হাসপাতালে রয়েছে।তবে কার গুলিতে কিভাবে মারা গেছে বিস্তারিত জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের আজ রোববার সন্ধ্যায় গনমাধ্যমকে বলেন, গুইমারা থেকে তিন জন পুরুষের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গনমাধ্যমকে বলেন, আজকে যেটা হলো আমার কাছে ভীষণ দুর্ভাগ্যজনক মনে হচ্ছে ।১৪৪ ধারা জারি করার পরও এমন হওয়ার কথা ছিল না।নিয়ম অনুযায়ী তিন জনের বেশি মানুষ জরো ই হতে পারবেনা।অথচ দল বেঁধে সেখানে মানুষ মিছিল করছে।আমি বলব, স্থানীয় প্রশাসন , স্থানীয় নেতৃত্ব – উভয়েই ইনম্যাচিওর( অপরিণত) আচরনে এটা হয়েছে।কেউ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি।
পাহাড়ী এক কিশোরীকে দলবদ্ধ ভাবে ধর্ষনের প্রতিবাদে ‘ জুম্ম ছাত্র জনতার ব্যানারে গতকাল শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছিল।
কর্মসূচির কারণে চট্টগ্রাম – খাগড়াছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি ও সাজেক যান চলাচল বন্ধ রয়েছে।আজ রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
গত মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পড়ে ঐ কিশোরী বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষনের শিকার হন বলে অভিযোগ উঠেছে।ঐ দিন রাত এগারোটায় অবচেতন অবস্থায় তাকে একটি জমি থেকে উদ্ধার করেন তার স্বজনরা।এ ঘটনার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
ধর্ষনের প্রতিবাদে ‘ জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে আজ দুপুরে গুইমারার একটি বাজারে আগুন দেয়া হয়।এ সময় বাজারে দোকান পাট সহ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বাজার টি চট্টগ্রাম – খাগড়াছড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে। বাজারে আগুন দেয়া ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিও তে বাজারের দোকান পুড়ে যাচ্ছে দেখা যাচ্ছিল। বাজারের অধিকাংশ দোকান মালিক পাহাড়ি।
এই ঘটনার পর খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাংসাজি মারমা ও কংজরী মারমা বলেন, অবরোধের সমর্থনে তারা খাদ্যগুদামের সামনে সড়কে শান্তি পূর্ণ সমাবেশ করছিলেন। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য রা অবরোধ কারীদের সাথে কথা কাটাকাটি তে জরিয়ে পরেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধ কারীদে উপর গুলি করেন।গুলির পর পর লোকজন ছুটাছুটি শুরু করেন।এরপর ২০ – ২৫ জন লোক এসে রামুসে বাজারে
এসে লুটপাট শুরু করে এবং যাওয়ার সময় আগুন ধরিয়ে দিয়ে যায়।এসময় দোকান পাট, বসত বাড়ি সহ অনেক গুলো মটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে যায়।
এদিকে খাগড়াছড়ি শহড়ে আজ সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। বাজার ও বাজারের আশেপাশের দোকান খুলে নাই। যারা প্রয়োজনে বের হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ:
সন্ধ্যায় মন্ত্রনালয়ের এক বার্তায় বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুস্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়িনিহত সহ , মেজরসহ ১৩জন সেনাসদস্য , গুইমারা থানার ওসি সহ তিন জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছেন।এই ঘটনায় জড়িতদের অতিশীঘ্রই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং কোনো অবস্থাতেই অপরাধীকে ছাড় দেয়া হবেনা বলে বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে।সে পর্যন্ত সবাই কে ধৈর্য ধরে শান্ত থাকার জন্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



