জাতীয়
গুরুতর অসুস্থ মাহবুব তালুকদার, নেয়া হতে পারে চেন্নাই

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ।
গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী নয়।
তাই শনিবার (১৬ জুলাই) তার ভারতের চেন্নাইয়ে যাওয়ার টিকিট কাটা থাকলেও যেতে পারছেন না। তবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়ার চেষ্টা চলছে।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন প্রফেসর ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন আছেন।
মাহবুব তালুকদার নানান গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তার অসুস্থতার খবর পেয়ে নিউইয়র্ক থেকে মেয়ে আফরীন মাহবুব ও দুই নাতনী বাশঁরী আইরীন ও অপসরী আইরীন এবং কানাডা থেকে ছেলে শোভন মাহবুব ঢাকায় এসেছেন। তার স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব তার সঙ্গে আছেন।