আন্তর্জাতিক

গুপ্তহত্যা থেকে বেঁচে গেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

গুপ্তহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন গৃহযুদ্ধে বিধ্বস্ত লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দেইবাহ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে অস্ত্রধারী আততায়ীরা আল-দেইবাহ’র গাড়ি ঘিরে ফেলে এবং গাড়িতে গুলি করে। পরে তিনি সেখান থেকে কোনোরকমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রের বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার সকালে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন প্রধানমন্ত্রী আল-দেইবাহ। এমন সময় হঠাৎ একটি জায়গায় সশস্ত্র আততায়ীরা তার গাড়িতে গুলি করে। তবে, রয়টার্স তাৎক্ষণিক এ ঘটনার কোনো ছবি বা ভিডিও সংগ্রহ করতে পারেনি।

আগামী বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক একটি পক্ষের ঘোষিত পার্লামেন্ট ভোট হওয়ার কথা রয়েছে। পশ্চিমা মদদপুষ্ট সরকারের প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দেইবাহ’র স্থলাভিষিক্ত নির্বাচনে ওই ভোটের আয়োজন বলে মনে করা হচ্ছে। এর ফলে সংঘাতের আশঙ্কায় সম্প্রতি রাজধানী ত্রিপোলিতে সৈন্যসামন্ত বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button