লিড স্টোরি

গুজবে ভাইরাল নোরা ফাতেহি

বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। সুপারহিট সিনেমাগুলোর আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায় তাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন এ নায়িকা। এবার তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব।

শোনা যায়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন নোরা ফাতেহি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার। খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী দলের তরফ থেকে আসল খবর জানানো হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজ-এর তরফে একটি ভিডিও ভাগ করে নেয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন এক মহিলা। সে ভিডিওর ক্যাপশনে লেখা, বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এ খবর সম্পূর্ণ ভুয়া বলেই উড়িয়ে দেয়া হয়। নোরা যে একেবারে সুস্থ হয়েছেন সে বার্তাও দেয়া হয়েছে।

জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমেও তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭ কোটি।

সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি। একাধিক ছবিতে তার নাচ নজর কেড়েছে দর্শকের। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা। বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি।

এদিকে, গত মাসের মাঝামাঝিতে মুক্তি পেয়েছে নোরা ফাতেহির নতুন আন্তর্জাতিক মিউজিক ভিডিও ‘স্নেক’। এতে নোরার সঙ্গে গেয়েছেন হলিউডের জনপ্রিয় র‌্যাপার জেসন দেরুলো। তাই গত মাসটি নোরা ব্যস্ত ছিলেন এ গানের প্রচারণায়। নোরার সঙ্গে জেসনকেও দেখা গেছে ভারতের বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে। এ দুই তারকার রসায়ন দর্শককে মুগ্ধ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button