বিনোদনসাহিত্য ও বিনোদন

গাড়ি দুর্ঘটনার শিকার জনপ্রিয় অভিনেত্রী

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

বিগ বস-১৪ বিজয়ী এই অভিনেত্রীর এ ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কথা জানালেন আরেক টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক।

অভিনেত্রীর স্বামী অভিনব শুক্লাও জানান, দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেয়া হয়েছে রুবিনাকে। মাথায় ও কোমরে আঘাত পেয়েছেন তিনি। তবে এখন ভালো আছেন। এছাড়া মুম্বাই পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিনব।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী অভিনেত্রী রুবিনা দুর্ঘটনার কথা জানিয়ে টুইটারে লেখেন, আঘাতের জন্য আমার মাথায় ও পিঠের নিচের দিকে আঘাত লেগেছে। মেডিক্যাল পরীক্ষার পর দেখি সব ঠিক আছে। এ কারণে কিছুটা অবাক হয়েছিলাম।

অভিনেত্রী আরও বলেন, বেপরোয়া ট্রাক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। গাড়ির তো কিছু ক্ষতি হয়েছেই। আমি আপনাদের সবাইকে রাস্তায় সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। নিজেদের নিরাপত্তার জন্যই নিয়ম করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button