রাজনীতি

গান গাইলেন রওশন এরশাদ

জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য শেষে গান গাইলেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার পর তিনি গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন। এসময় এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে ভাঙা গলায় রওশন জাতীয় পার্টির দলীয় সংগীত গাইতে শুরু করেন।

তিনি গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।

এর আগে রওশন এরশাদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লিবন্ধুকে মুছে ফেলতে চায় তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন। আরও উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button