গানে গানে মঞ্চ মাতালেন পথিক নবী ও এস এম শফি

ঢাকা : ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে গানে-সুরে হাজারো দর্শক মাতিয়েছেন কণ্ঠশিল্পী পথিক নবী ও লাল সবুজের দল ব্যান্ডের লিড ভোকাল এস এম শফি।
ঈদের দিন রামপুরা টিভি লিংক রোডে বসবাসরত তরুণ-যুবকদের উদ্যোগে এই ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টা থেকে দেড় পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা।
ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক-শ্রোতা ও শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। পথিক নবী ও এস এম শফি ছাড়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে গান পরিবেশন করেন শাহনাজ বাবু, পলি শারমিন, প্রিন্স আলমগীর, তামান্ন হক, শায়লা বাশরী, শুভ্র আজাদ, বি এইচ জীবন, মালা চৌধুরী, মো. আজিজ, শিউলি, জেমস রিপন। কৌতুক পরিবেশন করেন অভিনেতা উত্তম অধিকারী।
রুপা নুরের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটির পরিচালনায় ছিল দ্বীপ আলিফ অনলাইন। সার্বিক তত্বাবধানে ছিলেন দিপু, নাসির, বাদশা, রতন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী বলেন, আমি গানপাগলা মানুষ। মঞ্চ হলো আমার আসল ঠিকানা। ঈদে রামপুরাবাসীর এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ভালোবাসা রইল। আপনাদের এই আয়োজন কখনও ভুলবার নয়।
লাল সবুজের দল ব্যান্ডের লিড ভোকাল কন্ঠশিল্পী এস এম শফি বলেন, দর্শকদের ভালোবাসা আমার গানের অনুপ্রেরণা যোগায়। খোলা মঞ্চে হাজারো দর্শকের সামনে গান পরিবেশনা সত্যিই অনেক গর্বের, সাহসের। দর্শক-শ্রোতাদের এই ভালোবাসা নিয়েই গানের ভুবনে বিচরণ করতে চাই।
নিউজ নাউ বাংলা / ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি