জাতীয়

গাজীপুর যাচ্ছেন সিইসি

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার ভোটের এলাকায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সঙ্গে যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীরও।

বুধবার (১০ মে) সব প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন নির্বাচন কমিশন প্রধান।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ওইদিন বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে তিনটায় একই স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

নানা কারণে ভোটের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গাজীপুর সিটি নির্বাচন।

সোমবার (৮ মে) ছিল এই সিটির নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার (৯ মে) প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

Related Articles

Leave a Reply

Back to top button