জাতীয়

গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ আগুনে ১০ জনের মৃত্যু, দগ্ধ আরো অনেকে

গাজীপুর সদরের কেশোরিতা এলাকায় লাক্সারি ফ্যান কোম্পানি লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন হয়েছেন আরও অন্তত ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় গাুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, ওই কারখানা ভবনের তিন তলার টিনশেডে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হতাহতদের পরিচয় এবং আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কতজন আটকা পড়েছিলেন তার সঠিক ভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের খবর শুনে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণের পর মরদেহ ও আহতদের উদ্ধার তৎপরতা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানাটি তিন তলাবিশিষ্ট। হঠাৎ করে ওপরের তলার টিনশেডের একটি অংশে আগুন দেখা যায়। মুহূর্তে টিনশেডের পুরো অংশে ছড়িয়ে পড়ে। টিনশেডের একটি কক্ষে কিছু কর্মী আটকে পড়েন। পরে দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। আরও হতাহত থাকতে পারে। ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button