জাতীয়

গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ পাঁচজন

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন, আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পারিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার ফিলিংস স্টেশনটিতে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টা দিকে শতাধিক বড় বড় গ্যাসের খালি সিলিন্ডারবাহী মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে করতে যায়।

সিলিন্ডারে গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button