জেলার খবর

গাজীপুরের ফ্যান কারখানার আগুনে নিহত ১০ শ্রমিকের মরদেহ হস্তান্তর

গাজীপুর সদর উপজেলার ফ্যান কারখানায় অগ্নিকান্ডে ১০ শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে তাদের ডিএনএ পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়।থামছেনা কারখানায় মৃত্যুর মিছিল। কেরাণীগঞ্জের পর এবার গাজীপুর।

গাজীপুরের হারিনালের লাক্সারী ফ্যান কারখানায় আগুনে কেড়ে নিয়েছে ১০ শ্রমিকের প্রাণ। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের সনাক্ত করেন স্বজনরা।

এরই মধ্যে মরদেহ হস্তান্তর করা হযেছে। সংগ্রহ করা হয়েছে ডিএনএ নমুনা। কারখানাটির প্রয়োজনীয় দরজা জানালা না থাকায় অগ্নিকাণ্ডের পর শ্রমিকরা বের হয়ে আসতে পারেনি বলে অভিযোগ করেন কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজনের।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের লাশ দাফনের জন্য ২৫ হাজার ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতি পূরণ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button