রাজকূট

গাজীপুরের নতুন মেয়র জায়েদা

গাজীপুরসিটিকরপোরেশননির্বাচনেস্বতন্ত্রপ্রার্থীজায়েদাখাতুনআওয়ামীলীগমনোনীতপ্রার্থীআজমতউল্লাখানেরচেয়ে১৬হাজার১৯৭ভোটবেশিপেয়েমেয়রনির্বাচিতহলেন

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে জেলা পরিষদ ভবনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ  পরিবেশন কেন্দ্রথেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ফল ঘোষণা শুরু করেন। মধ্যরাতে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসে।

এর আগে রাত  টায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৫০টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা  হয়েছিলো। এতে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন  লাখ ১০ হাজার ৯৭৯ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন  লাখ ২৭ হাজার ৫৫২ ভোট। 

Related Articles

Leave a Reply

Back to top button