রাজকূট
গাজীপুরের নতুন মেয়র জায়েদা

গাজীপুরসিটিকরপোরেশননির্বাচনেস্বতন্ত্রপ্রার্থীজায়েদাখাতুন, আওয়ামীলীগমনোনীতপ্রার্থীআজমতউল্লাখানেরচেয়ে১৬হাজার১৯৭ভোটবেশিপেয়েমেয়রনির্বাচিতহলেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে জেলা পরিষদ ভবনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’থেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ফল ঘোষণা শুরু করেন। মধ্যরাতে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসে।
এর আগে রাত ৮ টায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৫০টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছিলো। এতে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৭৯ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৫২ ভোট।