আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২৭

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত নুসিরাতে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ২৭ বেসামরিক নিহত হয়েছেন। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এমন দাবি করেছে।

বৃহস্পতিবার (৬ জুন) এই হামলার তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল বলছে, নুসিরাতে জাতিসংঘের স্কুলে লুকানো হামাসের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা। এতে ৭ অক্টোবর ইসরায়েলে করা হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়েছে।

ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা।

রয়টার্সকে তিনি বলেছেন, ‘দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের ওপর করা নৃশংস অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা ও বানোয়াট গল্প ছড়াচ্ছে।’

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বিমানের হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়েছিল সামরিক বাহিনী।

ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন গাজায় হামলা বন্ধ রাখা হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button