আন্তর্জাতিক

গাজায় চার জিম্মিকে জীবিত উদ্ধার করলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজার নুসেরাত থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

গেলো ৭ অক্টোবর তাদের একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃতরা হলেন নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)।

এই চারজনকে দিনের বেলা চালানো ‘জটিল’ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা। তাদের মধ্যে গাজার নুসেরাতের আলাদা দুটি জায়গা থেকে উদ্ধার করা হয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চার জিম্মিকে উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনী যে হামলা চালায় এতে বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়। যার মধ্যে শিশুও রয়েছে।

এদিকে গাজায় অবস্থিত এক হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে অনেক মানুষ হতাহত হয়েছেন। এ অবস্থায় তাদের পক্ষে আহতদের চিকিৎসা দিয়ে কুলিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button