আন্তর্জাতিক

গাজার সবচেয়ে বড় মেডিকেলে ইসরায়েলি হামলা

ইসরায়েল গাজায় চারটি হাসপাতালে হামলা চালিয়েছে। এর মধ্যে গাজার সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্সও রয়েছে।
এতে একাধিক হতাহতের ঘটনা ঘটতে পারে। এমনটি জানিয়েছে হামাস নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার (১০ নভেম্বর) বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী আল-শিফা হাসপাতাল কমপ্লেক্সের চত্বরে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাস এর বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্কের প্রবেশদ্বারসহ হাসপাতালের জায়গায় একটি কমান্ড সেন্টার পরিচালনা করে। অবশ্য হামাস ও হাসপাতালের কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক এক হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। অনেকের গুরুতর জখম হয়েছে। এখানে গণহত্যা ঘটতে পারত। কেননা এ কমপ্লেক্সে অনেক লোক রয়েছেন।
এই হামলার আগে হাসপাতালের কাছেই একটি ভবনে বোমা হামলা হয়। এবং এখন হাসপাতালের পাশে প্রচণ্ড সংঘর্ষ ও প্রচণ্ড বোমাবর্ষণ হচ্ছে।
আবু সালমিয়া বলেন, হাসপাতালের কাছাকাছি অবিরত বিস্ফোরণের কারণে চিকিৎসক ও রোগীরা আতঙ্কে ছিলেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় উত্তরের দিকে অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতালে রাতভর বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটিতে হাজার হাজার আহত লোক রয়েছেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এর কাছে আশ্রয়ে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button