আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক

গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবিতে সোমবার (১১ ডিসেম্বর) বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি কর্মী ও তৃণমূল সংগঠনগুলো। সারা বিশ্বে সমর্থকদের এই ধর্মঘটে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জাতীয় ও ইসলামিক বাহিনী, প্রধান ফিলিস্তিনি উপদলগুলির একটি জোট এ ধর্মঘটের ডাক দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের এবং সারা বিশ্বে সমর্থকদের ধর্মঘটে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়।
জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করি সমগ্র বিশ্ব ধর্মঘটে যোগ দেবে, যা প্রভাবশালী ব্যক্তিদের জড়িত একটি বিস্তৃত আন্তর্জাতিক আন্দোলনের প্রেক্ষাপটে আসে। এই আন্দোলন গাজায় প্রকাশ্য গণহত্যা, জাতিগত নির্মূল এবং পশ্চিম তীরে ঔপনিবেশিক বসতির বিরুদ্ধে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরোও বলা হয়, এই ধর্মঘট ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত জাতীয় কারণকে দুর্বল করার প্রচেষ্টারও বিরোধিতা করে।

Related Articles

Leave a Reply

Back to top button