Leadআন্তর্জাতিক

গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি।

ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, গাজার যুদ্ধ শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে এবং গাজাকে শিশুদের জন্য একটি বসবাসের অযোগ্য জায়গা বানিয়ে ফেলেছে।

তিনি আরো জানান, দেড় বছর ধরে চলা যুদ্ধের ফলে গাজায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

লাজারিনি উল্লেখ করেন, এ বছরের শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে গাজার শিশুদের বেঁচে থাকার এবং শৈশবের কিছু অনুভূতি অনুভব করার সুযোগ হয়েছিল। তবে যুদ্ধ আবার শুরু হওয়ায় তারা সেই সুযোগও হারিয়েছে।

তিনি এটিকে ‘মানবতার ওপর কলঙ্ক’ হিসেবে বর্ণনা করেন এবং যুদ্ধবিরতি পুনরায় চালু করার আহ্বান জানান।

ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৭ হাজার ৯৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭৪ নবজাতক, ৮৭৬ জন এক বছরের কম বয়সী শিশু, ১৭ জন শিশু যারা বাস্তুচ্যুত শিবিরে শীতে মারা গেছে এবং ৫২ জন শিশু অনাহার ও অপুষ্টিতে মারা গেছে।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৫০ হাজার ৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। সূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

নিউজ নাউ বাংলা / ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button