গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু, ৭১ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা নতুন করে আরো ভয়াবহ হয়ে উঠেছে। মঙ্গলবার ও বুধবার ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্থল অভিযান, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ হামলার ফলে গত কয়েকদিনে বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন।
ইসরায়েলের দাবি, এটি ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’। তারা বলছে, ফিলিস্তিনিরা যদি তাদের জিম্মিদের মুক্তি না দেয় এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে না ফেলে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া বিমান হামলায় প্রায় ৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবারও ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার (২০ মার্চ) রিপোর্ট লেখা পর্যন্ত, ইসরায়েলি হামলায় আরো ৭১ জন নিহত হয়েছেন।
ইসরায়েল যেসব এলাকা ‘যুদ্ধ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে, সেখান থেকে সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তর গাজা থেকে হাজারো পরিবার শিশুদের নিয়ে রাস্তায় আশ্রয় নিতে দেখা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক ভিডিও বার্তায় গাজার বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, এটি শেষ সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ গ্রহণ করুন, জিম্মিদের মুক্তি দিন এবং হামাসকে সরিয়ে দিন। তাহলে আপনারা অন্যান্য বিকল্পের সুযোগ পাবেন, যার মধ্যে অন্য দেশে চলে যাওয়ার সুযোগও রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। কয়েক দফা মুক্তির পর বর্তমানে গাজায় ৫৮ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠন গাজার যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানালেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে, যার ফলে সংকট আরো গভীর হচ্ছে। সূত্র: আল-জাজিরা, এএফপি, মিডিল ইস্ট আই