আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৮৫ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হামলার বিষয়ে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন নারী এবং আটজন শিশু রয়েছে।

তিনি আরো বলেন, এটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন। উদ্ধারকাজ এখনো চলছে।

গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় আক্রমণ শুরু করে তারা।

এই সর্বশেষ হামলা গাজায় চলমান মানবিক সংকটকে তীব্র করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হলেও এখনো সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজ নাউ বাংলা/ ১০ এপ্রিল ২০২৫/ এসএজে

Related Articles

Leave a Reply

Back to top button