জাতীয়

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্মরণীয় করে রাখতে চায় ইসি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমরা চাই আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের স্থগিত হওয়া উপনির্বাচন স্মরণীয় হয়ে থাকুক। এ জাতি ও এ দেশের মানুষ বুঝুক এই নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর অবাধ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদা সুলতানা বলেন, উপ-নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে যে কোনো উপায়েই হোক গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে। এতে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, আমরা এমন প্রস্তুতি নিয়েছি কোনো ভোটার যেন বলতে না পারেন যে আমি ভোট দিতে পারিনি। এ অঞ্চলের মানুষ নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন পাশাপাশি কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না, সে যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button