জাতীয়
গভীর রাতের আগুনে পুড়ল সাত তলা বস্তি

রাজধানীর মহাখালীতে গভীর রাতের আগুনে পুড়েছে সাত তলা বস্তি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিব আল হাসান জানান, মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে তাদের আটটি ইউনিট সেখানে যায়।
তাদের চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হল বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রাকিব।
এদিকে আগুন লাগার পর মহাখালীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে সাত তলা এলাকার অনেকেই মালামাল নিয়ে বেরিয়ে আসেন।