করোনাজাতীয়

গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু ২, নতুন ৯ জনসহ মোট আক্রান্ত ৭০

দেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ জন আর মৃত্যু হয়েছে দু’জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ জন। আর মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন। মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে দুপুর সাড়ে ১২ টায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৩ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন শিশু। আইইডিসিআরে ৮ জনকে সনাক্ত করা হয়েছে। একজন ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একজনের বয়স ৯০ ও আরেক জনের বয়স ৬০ বছর। এই দুইজনের বিভিন্ন রোগ ছিল।

এ সময় তিনি আরো বলেন, নতুন ৯ জনের মধ্যে সংক্রমণ আছে এমন লোকের সংস্পর্শে এসে ৫ জন আক্রান্ত হয়েছেন। বাকি ২ জন বিদেশ থেকে এসেছেন। অপর দু’জন কিভাবে সংক্রমিত হয়েছেন তার খোঁজ নেয়া হচ্ছে।

এই সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, করোনাভাইরাস শনাক্তদের মধ্যে ১২ জন বাড়িতে এবং ২০ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button