Leadজাতীয়

গণভোটের প্রশ্ন জনগণকে বোঝানোর নির্দেশ তথ্য সচিবের

গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। কর্মকর্তাদের নির্দেশনায় তিনি বলেছেন, এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ। তাই গণভোটের প্রশ্নগুলো আগে তথ্য কর্মকর্তাদের হৃদয়ঙ্গম করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কার্যক্রম বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

এসময় মাহবুবা ফারজানা বলেন, নির্বাচন ও গণভোটের কন্টেন্ট তৈরি করবে সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং প্রচার-প্রচারণার কাজ করবে তথ্য মন্ত্রণালয়।

তথ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে, এবার স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হচ্ছে। অপতথ্য ও গুজব মোকাবিলা করে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে।

এ সময় তিনি আরও জানান, ৩০টি জেলায় সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button