খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃৃত্যু ২ শিক্ষার্থীর

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে খেজুরের রস খেতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল ও কলেজ পড়ুয়া দু’শিক্ষার্থী।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাড়াদিয়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন বলে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন।
থানার ওসি বলেন, সিংগাইর – মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান বলেও জানান তিনি।
নিহতরা হলেন–সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) ও মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)। নিহত ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আর মিরাজ সাভার সিএফএম কলেজ থেকে সবেমাত্র মাধ্যমিক শেষ করেছে ।
নিহতের স্বজন ও বন্ধুরা জানান, সাভারের সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেল যোগে ১২-১৩ জনের একটি দল সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে আসেন। ফেরার পথে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।



