জাতীয়

খুলে দেওয়া হলো পোস্তগোলা ব্রিজ

টানা ১৬ দিন সংস্কার কাজ শেষে আজ থেকে খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা সেতু।

আজ শনিবার (৮ মার্চ) সকাল থেকে খুলে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সেতুটি।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানীতে অন্যতম প্রবেশদ্বার খ্যাত এই সেতুর সংস্কার কাজ শুরু হয় ২২ ফেব্রুয়ারি থেকে। কার্যক্ষমতা বাড়াতে সেতুটি সংস্কারে কাজ করে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহাকারী যানবাহনগুলোকে বিকল্প সেতু অর্থাৎ বাবু বাজার সেতু দিয়ে চলাচল করে। সংস্কার কাজ চলে ৮ মার্চ পর্যন্ত। এরপর ৯ মার্চ সকাল থেকে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

২০২০ সালের জুনে বুড়িগঙ্গার সদরঘাটে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। পোস্তগোলা সেতুর নিচ দিয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাওয়ার সময় ধাক্কা দেয়। এতেই ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার।

সর্বশেষ ২২ ফেব্রুয়ারি শেষে সংস্কার কাজ শুরু হয়। চলে ৮ মার্চ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button