জাতীয়

খুলনা-বরিশাল সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেলা চারটার আগে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেও ভিড় বা যান্ত্রিক সমস্যার কারণে ভোট দিতে পারেননি, চারটার পরেও তাদের ভোটগ্রহণ চলবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে।

সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। নিরাপত্তার চাদরে ঢাকা আছে দুই সিটি। ইসির দাবি, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

গত ১৬ মে মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে দুই সিটি করপোরেশনের নির্বাচনি কার্যক্রম শুরু হয়েছিল। আজকের ভোটে নির্ধারিত হবেন দুই নগরপিতা। মেয়র নির্বাচনের পাশাপাশি নির্বাচিত হবেন কাউন্সিলর পদপ্রার্থীরাও।

Related Articles

Leave a Reply

Back to top button