করোনাজেলার খবর

বুধবার থেকে খুলনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে   বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কায় খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী জানান, করোনাভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button