খেলা

খুলনাকে ৮ রানে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

একাদশ বিপিএলে টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নেমেছিল সিলেট স্টাইকার্স। অবশেষে সিলেট পর্বে নিজেদের ঘরের মাটিতে ঘুরে দাঁড়ালো তারা। গত ম্যাচে ঢাকাকে হারিয়ে প্রথম জয় পাওয়ার পর আজ ( ১২ জানুয়ারি) টানা দ্বিতীয় জয় পেল তারা। এদিন জমজমাট ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে তারা।
এদিন নিজেদের পঞ্চম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮২ রান তুলে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৭৪ রানেই থামে খুলনার ইনিংস। আর তাতেই ৮ রানের জয় পায় সিলেট।
১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেছিলেন দুই ওপেনার উইলিয়াম বোসিস্টো ও মোহাম্মদ নাঈম। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই নাঈমকে বোল্ড করেন নাহিদুল ইসলাম। মোহাম্মদ নাইমের পর দ্রুত সাজঘরে ফিরে যান ইমরুল কায়েসও। ৩ বলে মাত্র ২ রান করে তানজিম হাসান সাকিবের বলে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তৃতীয় উইকেট জুটিতে রাসুলিকে নিয়ে এগোনোর চেষ্টা করেন উইলিয়াম বোসিস্টো। কিন্তু দারউইস রাসুলিকে থামান রিস টপলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৫ রান। ফলে পাওয়ার প্লের ছয় ওভারে ৪৭ রান করতেই তিন উইকেট হারিয়ে ফেলে খুলনা।
ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি খুলনা। তাদের হয়ে ৪০ বলে ৫ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার উইলিয়াম বসিস্তো। ১৮ বলে ৩৩ রান আসে মোহাম্মদ নাওয়াজের ব্যাটে। শেষদিকে অবশ্য ম্যাচ বেশ জমিয়ে তোলেন মাহদিুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি।
তানজিম হাসান সাকিবের ১৯তম ওভারে ১৫ রান নেন তারা। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৯ রানের। রুয়েল মিয়ার প্রথম তিন বলের দুটিতে বাউন্ডারি হাঁকান আবু হায়দার রনি। কিন্তু চতুর্থ বলে বাউন্ডারিতে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন তিনি। পরের বলে মাহিদুল অঙ্কন হয়ে যান রান আউট। ফলে ১৭৪ রানেই থেমে যায় খুলনা।
সিলেটের হয়ে দুই উইকেট করে নেন তানজিম সাকিব, রিচ টপলে ও রুয়েল মিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button