জাতীয়

খুব সকালে বৃষ্টিতে স্বস্তি জনজীবনে

সকালে সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। আবহাওয়া গুমোট আকার ধারণ করে। সকাল ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। 

আবহাওয়া অফিস গতকালই জানিয়েছিল, শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হবে। তাদের বার্তা অনুযায়ী সকালেই ঢাকার আকাশে কিছুটা প্রতিচ্ছবি দেখা গেছে।

দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলো জনজীবনে।

এদিকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button