রাজনীতি

খালেদা জিয়া সিসিইউ থেকে কেবিনে

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বুধবার দুপুরে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গত শুক্রবার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। যার একটিতে রিং পরানো হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন আর বাইরের চিকিৎসক আছেন ৯ জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শাহবুদ্দিন তালুকদার।

Related Articles

Leave a Reply

Back to top button