রাজনীতি

খালেদা জিয়া রাজার হালে আছেন: প্রধানমন্ত্রী

প্রতিহিংসার কারণে নয়, নিজের দোষেই খালেদা জিয়া কারাভোগ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেই ক্ষমতা আকড়ে ধরে রাখতে চেয়েছিলো। শত প্রতিকূলতা মোকাবেলা করেই আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে বলেও জানান বঙ্গবন্ধু কণ্যা।

জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতা গুছিয়ে নিতে সহযোগী সংগঠনগুলোর সম্মেলন শেষ করেছে আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে ২১ তম জাতীয় সম্মেলনের প্রস্তিুতি নিয়ে দলটির জাতীয় কমিটি সভা। সভার শুরুতেই জাতীয় সম্মেলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির রাজনৈতিক নীতি ও আদর্শের সমালোচনা করেন তিনি।

সরকারের উদারতায় অপরাধ করেও খালেদা জিয়া জেলখানায় সর্বোচ্চ সুবিধা ভোগ করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়া যে জেলে আছে, সে তো ভালো, রাজার হালেই আছে। জেলখানা থেকে এখন হাসপাতালে। তার জন্য আবার মেইড সার্ভেন্ট দেওয়া হয়েছে। মানুষ এমনিতে কাজের বুয়া পায় না। আর খালেদা জিয়ার জন্য স্বেচ্ছায় একজন কারাবরণ করছে, তার সেবা করার জন্য। এতটুকু সুবিধা তাকে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের ভিতরে কোনো প্রতিহিংসাপরায়ণতা নাই। কিন্তু পৃথিবীর কোন দেশে এই দৃষ্টান্ত দেখাতে পারবেন, জেলে সাজাপ্রাপ্ত আসামির সেবার জন্য কোনো কাজের বুয়া যায়? সেটাও কিন্তু সে পাচ্ছে।
২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামাত জোটের হিংসাত্মক রাজনীতির কথা স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। ঘুষখোর, দুর্নীতিবাজরা আর যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে জনগনকে সতর্ক করেন শেখ হাসিনা।
বিএনপি শুরু থেকেই নিজেদের স্বার্থরক্ষার রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button