রাজনীতি

খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপার্সনস বেগম জিয়ার শারিরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেলে বোর্ডের রিপোর্টের সঙ্গে শারিরিক অবস্থা কোন মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম।

বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ তথ্য জানান। সে সময় তিনি বলেন, খালেদা জিয়া তাদেরকে জানিয়েছেন, জামিন না দেয়া নজিরবিহীন।

সেলিমা ইসলাম বলেন, তার শারিরিক অবস্থা আগের চেয়ে খারাপ। ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে আসছে না বলেও জানান তিনি। বেগম জিয়ার সঙ্গে দেখা করেন, সেলিমা ইসলাম ছাড়াও তার স্বামী রফিকুল ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দারসহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button