রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে চিকিত্সায় সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়, বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিত্সা নিতে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিএনপি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার সাজা স্থগিতের সময় বৃদ্ধি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ দাবির কথা জানান।

তিনি বলেন, ‘সরকারি আদেশে চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়া নিষিদ্ধ করাটা অমানবিক বলে আমরা মনে করি। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে যে বিধি নিষেধ সেটা প্রত্যাহার করাটা মানবিক একটা কর্ম বলে আমরা মনে করি। এটা আমাদের দাবি।’

পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৭ আগস্ট সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদন আইন মন্ত্রণালয় যায় পরীক্ষার জন্য।

এ বিষয়ে ৩ সেপ্টেম্বর আইন মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার দণ্ডের কার্য্কারিতা আরও ৬ মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে সম্মতিসূচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আমাদের অভিমত আমরা দিয়েছি। উনার সাজা স্থগিত করা হয়, উনার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত করে মুক্তির আদেশ দেয়া হয়েছে। শর্ত হচ্ছে তিনি আগে যে শর্তে ছিলেন, অর্থাৎ বাসা ও দেশে থেকে চিকিৎসা নেবেন।’

জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ নেতাকর্মীদের নিয়ে এদিন নজরুল ইসলাম খান সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। পরে তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button