জাতীয়

খালেদা জিয়ার গ্যাটকো মামলার চার্জ শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠন শুনানি আজ ।

গত ১৮ নভেম্বর ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম বেগম জিয়ার অসুস্থতায় আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ দেন।

এর আগে, গেল ১৩ অক্টোবর একই আদালত বেগম জিয়ার অসুস্থতায় শুনানি মুলতবি করে ১৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছিলেন।

উভয়দিনই বেগম জিয়া অসুস্থ থাকায় তাঁকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ফলে বিচারক আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে শুনানির দিন পিছিয়ে দেন।

২০১৬ সালের ৫ এপ্রিল এ মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন। মামলার পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।

২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।

আলোচিত এ মামলার ২৪ আসামির মধ্যে এরইমধ্যে ৭ জন মারা গেছেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন।

Related Articles

Leave a Reply

Back to top button