রাজনীতি

খালেদা জিয়ার কারাবন্দিত্বের ২ বছর: নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হচ্ছে আজ।  দিনটিকে কেন্দ্র করে, আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। এ-ছাড়াও সারা দেশের জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।গত ৪ ফেব্রুয়ারি এ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম।

এর আগে গতকাল শুক্রবার বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরপর থেকে সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ায় দলটি।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ধীরে ধীরে নয়াপল্টন অভিমুখে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। হাতে ব্যানার, ফ্যাস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মূখর নেতাকর্মীরা।

উল্লেখ, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন। অসুস্থ হওয়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও স্থায়ী কমিটি, দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক পর্যায়ের নেতারাও যোগ দেবেন সমাবেশে। থাকবেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও।

Related Articles

Leave a Reply

Back to top button