
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন ,তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাজ্য থেকে আসবেন।
আজ দুপুরে সারে বারোটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে একথা জানান জাহিদ হোসেন।
এ হাসপাতালে দশদিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া । শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ তে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।
জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া।
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভিত্তি করে চিকিৎসা নেয়ার জন্য তাঁকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হবে বলে জানান ।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য সব রকম প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিক্যাল বোর্ডের বাইরে কোন কিছু করার সুযোগ নেই।আজ যুক্তরাজ্য থেকে তাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন।তারা দেখবেন। তিনি যদি ট্রান্সফারেবল হন, যদি ট্রান্সফারের প্রয়োজন পরে, যদি মেডিক্যাল বোর্ড মনে করে,তখন তাকে যথাযথভাবে দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়া যেতে পারে।



