রাজনীতি

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কেউ আবেদন করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘সবাই খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলছেন। সবার মুখে মুখে তার মুক্তির কথা শোনা গেলেও এখন পর্যন্ত কেউ আবেদনই করেননি। এমনকি যারা তার মুক্তি চান, তারাও কোনো ইচ্ছা প্রকাশ করেননি।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জঙ্গি অর্থায়ন বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button