Leadরাজকূট

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা চলছে।

শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে নেত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

মাহাদী আমীন বলেন, ‘গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে সব ধরনের চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন যাতে কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে।’

হাসপাতালের সিসিইউতে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে অনেক নেতাকর্মী ভিড় করেন। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দূর থেকে দেশবাসী ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।

মাহাদী আমীন জানান, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেখানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে নেত্রী উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছিলেন। এ ছাড়া আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতিও চলছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় নেত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। উন্নত চিকিৎসার পর তিনি আবারো দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Related Articles

Leave a Reply

Back to top button