আন্তর্জাতিক

খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণের পর গ্রেফতার

খালিস্তানপন্থি ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ আন্দোলনের নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। চলতি বছরের ১৮ মার্চ থেকে তিনি পলাতক ছিলেন। অমৃতপাল সিংয়ের খোঁজে এক মাসের কিছু বেশি সময় ধরেই তল্লাশি চালিয়ে যাচ্ছিল পাঞ্জাব পুলিশ।

অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। কয়েকটি সূত্রের দাবি, রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে গ্রেফতার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়।

তিনদিন আগেই অমৃতসর বিমানবন্দর থেকে অমৃতপালের স্ত্রী কিরণদীপকে আটক করেছিল পুলিশ। তিনি লন্ডনে যাচ্ছিলেন। জানা গেছে, অমৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো আটক রাখা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অমৃতপাল সিং ইস্যুতে পাঞ্জাব পুলিশের প্রশংসা করে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছিলেন, যেকোনো সময় ধরা পড়তে পারেন অমৃতপাল সিং।

এর আগে অমৃতপাল সিংকে গ্রেফতারে নানা অভিযান চালিয়েছিল পাঞ্জাব পুলিশ। বিভিন্ন জায়গায় অমৃতপালকে দেখা গেছে, এমন খবর গণমাধ্যমে প্রচারিত হলেও তাকে ধরতে পারছিল না পুলিশ। অবশেষে গা ঢাকা দেওয়ার ৩৬ দিন পর গ্রেফতার হলেন তিনি।

গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, নিজের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র সংগ্রহ করছেন অমৃতপাল সিং। সেই সঙ্গে তিনি পাঞ্জাবকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button