অপরাধ-আদালত
খালাস চেয়ে ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আপিল

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক (নিম্ন) আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের পক্ষে করা আপিল আবেদনে জামিনের জন্য আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে খালাস চেয়েও আপিল করেছেন তিনি।
মোহাম্মদ হোসেন এর আপিলের বিষয়টি গণমাধ্যমকে সোমবার (৭ নভেম্বর) জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে গত ১২ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।