রাজকূট
খায়রুল কবির খোকন আটক

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাই কোর্টের সামনে থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১০টার
গত মঙ্গলবার হাই কোর্টের সামনের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছে শাহবাগ থানা। মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তারাই ব্যবস্থা নেবে বলে জানান শাহবাগ থানার ওসি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
সেসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।
ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয় সেখানে।