কড়া নিরাপত্তায় শুটিংয়ে শাকিব-বুবলী

সন্তান নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে শুটিংয়ে ফিরলেন শাকিব খান ও বুবলী।
ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।
শাকিব-বুবলীর শুটিং ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করছেন তারা। রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ে হচ্ছে গানের রোমান্টিক শুট।
জানা গেছে, বেলা ১১টার কিছু আগে কড়া নিরাপত্তায় শুটিং সেটে আসেন শাকিব ও বুবলী। ১১ মাস পর লাইট-ক্যামেরার সামনে আসেন তারা।
২০২১ সালের ২৫ মে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বরে সিনেমার শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউন ও শাকিবের যুক্তরাষ্ট্র ভ্রমণের কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। এ গানটি শেষ করলেই সিনেমার শতভাগ কাজ সমাপ্ত হবে।