বিনোদনসাহিত্য ও বিনোদন

ক্ষমা চেয়ে বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়

সম্প্রতি শাহরুখ খান ও অজয় দেবগণের সঙ্গে একটি তামাকজাত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। প্রতিষ্ঠানটির একটি মুখশুদ্ধি পণ্যের বিজ্ঞাপনে একসঙ্গে হাজির হয়েছেন তারা।

মূলত মুখশুদ্ধি বলে চালালেও, ওই সংস্থা গুটখা (তামাকজাত পণ্য) তৈরি করে। শাহরুখ-অজয় আগেই সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু নতুন করে এতে অক্ষয় কুমারের যোগ দেওয়ায় ক্ষেপে গেছেন ভক্তরা।

ভক্তদের বক্তব্য, বিভিন্ন সময়ই, নানাভাবে তামাকজাত পণ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অক্ষয়। কিন্তু সেই তিনিই নিজে কীভাবে এমন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এবং বিজ্ঞাপনে অংশ নিলেন- এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজানরা।

অবশেষে ভক্তদের সম্মান জানিয়ে সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় কুমার। একই সঙ্গে ভক্তদের কাছে ক্ষমাও চাইলেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে অক্ষয় কুমার নিজেই লিখেছেন , ‘আমাকে ক্ষমা করুন। গত কয়েক দিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে মুগ্ধ করেছে। আমি কখনই তামাককে সমর্থন করিনি এবং কখনও করব না। বিমল ইলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ায় আপনারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাকে আমি সম্মান জানাচ্ছি। এটি থেকে আমি সরে যাচ্ছি।’

এই বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ একটি ভালো কাজের জন্য ব্যবহার করবেন বলেও ভক্তদের কথা দেন অক্ষয়।

Related Articles

Leave a Reply

Back to top button