খেলা

ক্রিকেটে ফিরতে চান যুবরাজ, আবেদন জানিয়েছেন বিসিসিআই’য়ে

পাঞ্জাবের হয়ে আবারও মাঠে নামতে চান বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। ক্রিকেটে খেলার অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) মেইল করেছেন তিনি।

১৫ মাস আগে ক্রিকেটকে বিদায় বলেছিলেন যুবরাজ সিং। এবার আবার ফিরতে চান তিনি। বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহকে মেইল করেছেন চান বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার । তবে আপাতত শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই ফিরতে চান।

গত বছরের জুনে স্বীকৃত সব ধরণের ক্রিকেটকে বিদায় জানানোর পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবু ধাবিতে টি-টেন লিগে খেলেছেন যুবরাজ। এখন ভারতীয় ক্রিকেটে ফেরার জন্য বোর্ডের অনুমতির প্রয়োজন পড়ছে এ কারণেই। ভারতীয় বোর্ডের কতৃত্বে থাকা ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। যুবরাজ তার মেইলে উল্লেখ করেছেন, ফেরার অনুমতি পেলে দেশের বাইরের লিগে তিনি খেলবেন না।
তবে বোর্ড এখনও তার চিঠির জবাব দেয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button